History

শাহজাদপুর উপজেলা সমিতির ইতিহাস



ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলা পূর্বে ছিল একটি গ্রামের নাম বর্তমানে শাহজাদপুর নামে একটি মৌজা আছে আর পূর্বে শাহজাদপুর ছিল ইউসুফশাহী পরগনা প্রধান কেন্দ্র বা শহর   আমাদের গর্ব আমরা শাহজাদপুর উপজেলার সন্তান  মানুষ ভাগ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমিয়েছে আমরাও তার ব্যাতিক্রম নই  তার ধারা বাহিকতায় একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় ‘শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা’। ২০২২ সালে তৎকালীন সময় ঢাকায় অবস্থানরত উদ্যমী সাংগঠনিক  মানবিক কিছু সন্তানদের নিয়ে মোহাম্মদ আবু মুসার নেতৃত্বে শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা” নামের একটি সমিতি রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়। 

সেই থেকে শুরু করে শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা” আজ পর্যন্ত এমন কোন উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও চেষ্টার ত্রুটি করে নাই।কি নেই আমাদের? রাষ্ট্রের সম্মানিত আসনে অধিষ্ঠিত রাজনীতিবিদ,বুদ্ধিজীবী,শিক্ষক,সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সমাজ সেবক সর্বত্রই অবস্থান করছেন শাহজাদপুর উপজেলাবাসীর।রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সর্বাত্মক অবদান রাখছেন আমাদের শাহজাদপুর উপজেলা শিল্পপতি, ব্যবসায়ীক প্রথিত যশা গুণীজন  সুধিজনেরা। 

শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা” সবচেয়ে আদি সমিতি হিসেবে এটাকে আমরা ঢেলে সাজাতে চাই যুগের সাথে তাল মিলিয়ে।  সমিতির কর্মকাণ্ডের পরিধি বাড়িয়ে এমন জায়গায় নিয়ে যেতে চাই যার সুফল ভোগ করবে ঢাকাস্থ সকল শাহজাদপুর উপজে্লাবাসীর এবং আমাদের স্বজন সকল শাহজাদপুরের স্থায়ী বাসিন্দারা।এর জন্য প্রয়োজন আপনাদের সকল ধরনের সহযোগিতা, আন্তরিকতা  ভালবাসা। আজকের শাহজাদপুর অভিষেক অনুষ্ঠান ২০২৩  নতুন করে উদ্বেগ উদ্দিপনা নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।আসুন আমরা ঢাকায় শাহজাদপুরবাসী এক জায়গায় বসে এক হয়ে সবাই একমত পোষণ করে শাহজাদপুর উপজেলাবাসীর উন্নয়নে আমাদের ঐতিহ্যকে ধরে রেখে কাজ করার শপথ নেই। 

জেলাবাসীর কল্যাণে ভবিষ্যৎ কর্মসূচীঃ 
শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা” এর  স্থায়ী একটা অফিস স্থাপন।
২. রাজধানী ঢাকায় বহুতল বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন নির্মাণ সকল স্তরের শিল্পপতি,ব্যবসায়ী, আইনজীবীর অফিস, ডাক্তার চেম্বার,শপিং কমপ্লেক্স  কমিউনিটি সেন্টারের সুযোগ প্রদান করা।
৩. ছাত্র-ছাত্রীদের যেন স্বল্প খরচে অবস্থান করে লেখাপড়া করতে পারে সেজন্য ঢাকায় একটি আবাসিক হোস্টেল স্থাপন করা।
৪. শাহজাদপুর উপজেলা বিভিন্ন তথ্য সম্বিলিত  টি গ্রন্থ প্রণয়ন করা।
৫. একটি লাইব্রেরী  গবেষণাগার স্থাপন করা।
৬. একটি মাসিক পত্রিকা প্রকাশ করা। 
৭. যুবকদের কর্মসংস্থান  দারিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্প চালু করা।
৮. দুস্থ  পুনর্বাসন কার্যক্রম চালু করা।
৯. চাকুরী ক্ষেত্রে কোটা প্রথা বাতিল পূর্বক মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সরকারের নিকট দাবী জানানো।
১০. শাহজাদপুর উপজেলাকে জেলায় স্থাপনের জন্য দাবী জানানো।
১১. যুগোপযোগী সেচ পদ্ধতি চালু করে ফসল উৎপাদনের সুযোগ তৈরিকরন।
১২. মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন  মৎস্য জোন ঘোষণা করার দাবী জানানো।
১৩. সমুদ্র বন্দর স্থাপন করার দাবী জানানো।
১৪. শাহজাদপুর উপজেলা শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে সরকারের নিকট দাবী জানানো।

 

Share This :
Ads