আহবায়ক এর বাণী

আহবায়ক এর বাণী 

 

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

জনাব/জনাবা

আসসালামু আলাইকুম

যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত পক্ষে নিজের কল্যাণ নিশ্চিত করে। সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পাওয়া যায়। সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে ইতিবাচক গুণাবলী তৈরী হয়। মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরী হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে।

 একজন সামাজিক সংগঠনের কর্মী গান আবৃত্তি কিছু যদি না জানে তবুও তিনি একজন সংগঠন না করা মানুষের চেয়ে আলাদা। প্রতিটি সামাজিক সংগঠনের মৌলিক বিষয় একই। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধা করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া সহনশীল হওয়া, ইত্যাদি শেখায়। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে শিক্ষা দেয়। সামাজিক সংগঠন। এখন মানুষ মানুষে যে অসহিষ্ণুতা, অস্থিরতা সামাজিক অবক্ষয় দেখা যায় এগুলো দূর করতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক সুস্থতা আনা সম্ভব। নিজেকে একজন চৌকস মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে একজন উদার মানুষ হতে হলে প্রবাসীদের নিজ কর্মের পাশাপাশি একজন দেশের নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতায় কাজ করতে হবে।

আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে

কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।। 

সেজন্য সমাজ সেবামূলক সংগঠন করতে হবে।

 

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি-শাহজাদপুর প্রাচুর্যময় নিঃসর্গের অধিকারী এই  উপজেলা। আমাদের স্বপ্নের শাহজাদপুর উপজেলায় রয়েছে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা।নদী মাত্রিক হওয়ার কারণে বন্যায় পানিতে ডোবা দুস্থ অসহায় মানুষদের ত্রাণ ও করোনার মহামারি সময়ে ত্রান সহযোগীতা, শীতে বস্ত্র সহ অসংখ্য অসহায় ও দুস্থদের আর্থিক সহযোগীতা, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সহ বই ও বাস্তহারা কে বাসস্থান নির্মাণ ও পানি ও নলকূপের ব্যবস্থাসহ সমাজ থেকে মাদক দূর করার জন্য বিভিন্ন সময় খেলাধুলায় অংশগ্রহণ ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সেবামূলক কাজ করেছি। 

 

“শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা” ৮৪৮ পূর্ব শেওড়াপাড়া রোকেয়া সরণী মিরপুর, ঢাকা-১২১৬।

(মেট্রোরেল পিলার # ৩১৭) 

 

এর মাধ্যমে আগামীতে সেবার মানে অগ্রগতি সহ কারিগরি শিক্ষা দেওয়া হবে। সংগঠনের নিজেস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল নির্মান সহ বৃদ্ধাশ্রম, মাদ্রাসা তৈরির পরিকল্পনা আছে।

দুনিয়ার অস্থায়ী সম্পদ থেকে কিছু অর্থায়ন করে আখিরাতের পথ সুগম করতে শাহজাদপুর উপজেলার সকল প্রবাসীদের আমাদের সাথে কাজ করার জন্য বিনীত অনুরোধ সহ দেশে বসবাসকারী শাহজাদপুর উপজেলার সকল শ্রেনীর ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

মোঃ আবু মুসা

২৯ তম বি সি এস

আহবায়ক

শাহজাদপুর উপজেলা সমিতি ঢাকা।

 

Share This :
Ads